ঢাকা শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

৩১ জুলাই এর মধ্যে হকারদের সড়ক-ফুটপাত ছাড়তে বললেন ডিসি

৩১ জুলাই এর মধ্যে হকারদের সড়ক-ফুটপাত ছাড়তে বললেন ডিসি

হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে উপজেলা প্রশাসনের আয়োজনে রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিক, হকার ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা বার বার সড়ক ও ফুটপাত দখলকারীদের অনুরোধ করেছি। বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা করেছি। তাতে কোন লাভ হয়নি। আপনারা (সড়ক ও ফুটপাত দখলকারী) আমাদের মূল্যায়ন করেননি। সুতরাং আপনাদেরকে আগামী ৩১ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আপনাদেরকে সড়ক ও ফুটপাত ছেড়ে দিতে হবে।

হকারদের উদ্দেশ্যে তিনি বলেন, পহেলা (১) আগস্ট থেকে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। এতে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। দীর্ঘ সময় ধরে মানবিক দিক বিবেচনা করে আমরা অনেক ছাড় দিয়েছি। কিন্তু আর নয়, আপনাদের ২/৪শ’ হকারের জন্য উপজেলার ৫ লাখ লোক ও সড়ক পথের যাত্রী এবং পথচারীরা ভুক্তভোগী হচ্ছেন। এভাবে চলতে পারেনা। জনস্বার্থে আমরা কঠোর হতে বাধ্য হচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, সেনাবাহিনীর ২১ বীরের উপ-অধিনায়ক মেজর মো. আশিকুর রহমান আশিক।

বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমির বিএম কলিমুল্লাহ, নায়েবে আমির মোজাম্মেল হোসেন মজুমদার পরান, পৌর আমির আবুল হাসানাত পাটওয়ারী, ইসলামী আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক এমদাদুল হক সুমন মোল্লা, এনসিপি নেতা শাহাদাত হোসেন, প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, মহিউদ্দিন আল আজাদ, সাইফুল ইসলাম সিফাত, মোহাম্মদ হাবীব উল্যাহ, এনায়েত মজুমদার, পাপ্পু মাহমুদ।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাহাবউদ্দিন শাবু, শিল্পবিষয়ক সম্পাদক হাফেজ মো. আবুল কাশেম, ওয়ার্ড কমিশনার মহিউদ্দিন মাইনু, ব্যবসায়ী হাফেজ মো. মহসিন, আলী আশ্রাফ, হকারদের মধ্যে আব্দুল হান্নান, মো. আকতার , খাজা মাস্টার প্রমুখ।

সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, মাও. মো. রাফি ও গীতা থেকে পাঠ করেন, ঝুটন ভৌমিক।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমানের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, সেনাবাহিনীর হাজীগঞ্জ ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মানজুরুল ইসলাম, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, আলহা্জ্ব আসফাকুল আলম চৌধুরী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ কবির আহমেদ, ইসলামী আন্দোলনের উপজেলা সহ-সভাপতি হাফেজ শাহাদাত হোসেন প্রধানীয়াসহ বিভিন্ন রাজনৈতিক দল, প্রেসক্লাব ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও বাজারের হকারসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ।

হকার,ডিসি,ফুটপাত দখল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত