ঢাকা শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

বর্ণাঢ্য আয়োজনে মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি

বর্ণাঢ্য আয়োজনে মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্লাস্টিকের পরিবর্তে বিভিন্ন পরিবেশ-বান্ধব উপকরণ ব্যবহারে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করলেন মুন্সীগঞ্জের ডিসি ।

প্লাস্টিক দূষণ আর নয়,বন্ধ করার এখন-ই সময়-এই ¯েøাগানকে সামনে রেখে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে মুন্সীগঞ্জে উদযাপন করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি,আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। এরআগে,দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসনের কার্যালয় থেকে বের করা হয় একটি বর্নাঢ্য র‌্যালি। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি পূনরায় জেলা প্রশাসকের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.রেজাউল করিমের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় সভায় প্লাস্টিকের পরিবর্তে বিভিন্ন পরিবেশ-বান্ধব উপকরণ যেমন কাপড় বা পাটের ব্যাগ, কাঁচ বা মাটির মগ, বাঁশ, বেত, কাগজের তৈরি ঠোঙ্গা ব্যবহারের বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে অনুরোধ জানানো হয় উপস্থিত সকলকে।

অনুষ্ঠান শেষে,জৈব জ্বালানির ব্যবহার হ্রাস এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধির জন্য সৌর বিদ্যুৎ স্থাপন করায় নারী উদ্যোক্তা মো.অহিদকে ৪৫,০০০ টাকা এবং গো- বর্জ্য ব্যবস্থাপনায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনের জন্য উদ্যোক্তা তাছলিমা আক্তারকে ৪৫,০০০ টাকার অনুদানের চেক প্রদান করা হয়।বেসরকারি সংস্থা,রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কর্তৃক বাস্তবায়নাধীন সাসটেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ এন্ড রেজিলিয়েন্ট ট্রান্সফর্মেশন (স্মার্ট) প্রকল্পের সহযোগিতায় দিবসটি দিনব্যাপী উদযাপিত হয়। এছাড়া রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর সার্বিক সহযোগিতায় পালন করা হয় বৃক্ষরোপন কর্মসূচি।এসব কর্মসূচিতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমাযূন রশীদ। এছাড়া আরোও উপস্থিত ছিলেন,পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো.মিজানুর রহমান রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-স্মার্ট এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্পটির জলবায়ু পরিবর্তন ইউনিটের( সিসিইউ) ফোকাল পার্সন মানিক চন্দ্র রায়, প্রকল্প ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম সহ বিভিন্ন পরিবেশ বিষয়ক সংগঠন এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃক্ষরোপণ,বিশ্ব পরিবেশ দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত