গত সোমবার থেকে শুরু হয়েছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত টি-২০ ফরম্যাটের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি–২০২৫’। পাঁচ দিনব্যাপী এই আয়োজনে অংশ নিয়েছেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী ও গায়ক-গায়িকারা। দুই বছর পর মাঠে গড়ানো এই টুর্নামেন্টে এরই মধ্যে কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং তারকাদের প্র্যাকটিস সেশন চলছে পুরোদমে।
এবারের আসরে অংশ নিয়েছেন ছোটপর্দার পরিচিত মুখ তাসনুভা তিশা। সম্প্রতি এক অনুশীলন সেশনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন— “এক ওভারে কত বল?” এই প্রশ্নে রীতিমতো বিস্মিত হয়ে যান তিশা।
প্রথমে কিছুটা হতবাক হয়ে গিয়ে তিনি বলেন, “প্রথমত, এইটা যদি আমি না জানি, তাহলে আমাকে সিসিটিতে নেওয়া হতো না। এছাড়াও এতদিনে জানা হয়ে গেছে, এক ওভারে কত বল। প্লিজ এই লেইম কোয়েশ্চনটা করবেন না হ্যাঁ?”
তিনি আরও যোগ করেন, “এটা খুবই অফেন্সিভ একটি প্রশ্ন, যেখানে আমি ক্রিকেট খেলতে আসছি। যদিও এটা আমার পেশা না, কিন্তু আমি এখানে খেলতে এসেছি মানেই আমার একটা মিনিমাম ধারণা আছে। আর না থাকলেও এতদিনে প্র্যাক্টিস করতে করতে জেনে গেছি— ছয় বলেই হয় এক ওভার।”
তিশার এই প্রতিক্রিয়ার ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে অনেকেই তার আত্মবিশ্বাসী উত্তরকে সাধুবাদ জানাচ্ছেন।
এবারের ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি–২০২৫’-এ আরও অংশ নিয়েছেন দীপা খন্দকার, সালহা খানম নাদিয়া, কেয়া পায়েল, তৌসিফ মাহবুব, কর্নিয়া, আরেফিন রুমি, ইরফান সাজ্জাদ, রাফসান সাবাব, সাঞ্জু জন, সাজ্জাদ খান সান, তানহা তাসনিয়া, আরিয়ানা জামান, সায়রা জাহান আক্তার, গোলাম কিবরিয়া তানভীর, সিনথিয়া ও আলিশা।