ঢাকা শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

অরিজিতের রেস্তোরাঁয় খাবার মিলছে ৪০ রুপিতে

অরিজিতের রেস্তোরাঁয় খাবার মিলছে ৪০ রুপিতে

কোটি ভক্তের প্রিয় অরিজিৎ এখন নিজ শহরে চালাচ্ছেন রেস্তোরাঁ। বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন তিনি গানের মাধ্যমে, কিন্তু জীবনযাপন ঠিক সাদামাটাই।

কোটি মানুষের প্রিয় ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং জনপ্রিয়তার তুঙ্গে থেকেও মাটির কাছেই আছেন। গানের জাদুতে মুগ্ধ করেছেন গোটা উপমহাদেশ, অথচ অহংকারের লেশমাত্র নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ভাইরাল হয় এমন কিছু ভিডিও, যেখানে দেখা যায় অরিজিৎ সিং তার নিজ শহর মুর্শিদাবাদের জিয়াগঞ্জের রাস্তায় একেবারে সাধারণ পোশাকে হাঁটছেন কিংবা মোটরসাইকেলে চড়ে কোথাও যাচ্ছেন। সেই জীবনযাপনের সরলতা যেন তার চরিত্রের সবচেয়ে উজ্জ্বল দিক।

সম্প্রতি জিয়াগঞ্জে ‘হেঁসেল’ নামে একটি রেস্তোরাঁ চালু করেছেন অরিজিৎ। উদ্দেশ্য, এলাকার সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীদের সাশ্রয়ী দামে খাবার সরবরাহ। মাত্র ৪০ রুপিতে এখানে মিলছে ভরপেট খাবার। এমন উদ্যোগে দারুণ সাড়া মিলছে স্থানীয়দের পাশাপাশি আশপাশের জেলার ভোজনরসিকদের কাছ থেকেও।

রেস্তোরাঁটি পরিচালনা করছেন অরিজিতের বাবা গুরুদয়াল সিং। তবে ‘হেঁসেল’ নিয়ে অরিজিৎ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তিনি বরাবরের মতোই প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখছেন।

এই প্রথম নয়, আগেও অরিজিৎ মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনা মহামারির সময় মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তরকে দেন পাঁচটি হাই ফ্লো নেজাল অক্সিজেন থেরাপি মেশিন। তখনও তিনি ছিলেন চুপচাপ, কোনো প্রচার ছাড়াই।

তার এই নিরহংকার মনোভাব আর সমাজের জন্য কিছু করার আগ্রহই প্রমাণ করে, তিনি কেবল একজন শিল্পী নন—একজন দায়িত্বশীল মানুষও।

অরিজিত,খাবার,৪০ রুপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত