ঢাকা রোববার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

চ্যালেঞ্জের বাজেটে কী চমক থাকছে

চ্যালেঞ্জের বাজেটে কী চমক থাকছে

টানা সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের পতনের পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। সেই সরকারের সামনে এবার দেশের ৫৪তম বাজেট ঘোষণার পালা। বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণা করতে যাচ্ছে এই সরকার, যা চলতি অর্থবছরের বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম।। আগামীকাল সোমবার (২ জুন) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এই বাজেট পেশ করবেন।

সংসদ না থাকায় এবার ভিন্ন আঙ্গিকে বাজেট উপস্থাপন করা হবে। এই বাজেট বিটিভি, বাংলাদেশ বেতার এবং সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে একযোগে প্রচার করা হবে। এর আগে, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হয়েছিল। সে সময় অর্থ উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম ২০০৮-০৯ অর্থবছরের বাজেট বিটিভি ও বেতারে উপস্থাপন করেন।সংসদ না থাকায় এবার ভিন্ন আঙ্গিকে বাজেট উপস্থাপন করা হবে। এই বাজেট বিটিভি, বাংলাদেশ বেতার এবং সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে একযোগে প্রচার করা হবে। এর আগে, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হয়েছিল। সে সময় অর্থ উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম ২০০৮-০৯ অর্থবছরের বাজেট বিটিভি ও বেতারে উপস্থাপন করেন।

২০২৫-২৬ অর্থবছরের বাজেটের খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করেছে বর্তমান সরকার। দেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় যেতে হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো প্রয়োজন। তাই এবারের বাজেটের মূল লক্ষ্য রাজস্ব আয় বাড়িয়ে ঘাটতি কমানো এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণ। এই লক্ষ্যে আগামী বাজেটে সরকার বেশকিছু কর ও শুল্ক ব্যবস্থা চালু করতে যাচ্ছে। বাজেটে ব্যবসার খরচ কমানো ও উন্নয়নশীল দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করনীতি ঘোষণা করা হবে।

নতুন বাজেটে মূল প্রস্তাবগুলোর মধ্যে থাকছে ৬২২ পণ্যের ওপর থেকে সম্পূরক শুল্ক তুলে নেওয়া বা কমানো এবং বাণিজ্য বাড়াতে আরও ১০০ পণ্যের ওপর থেকে শুল্ক কমানো। এর মধ্যে আছে হিমাগারের যন্ত্রপাতি, কাগজের পণ্য, বাস, নিউজপ্রিন্ট, ক্যানসারের চিকিৎসার সরঞ্জাম এবং ওষুধ ও পরিবেশবান্ধব পণ্যের কাঁচামাল।

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি ও ওষুধের কাঁচামালে শুল্ক ছাড় দেওয়ার পরিকল্পনা করছে সরকার। ব্যবসা-বাণিজ্য সহজ করতে আমদানিতে ভুল ঘোষণার জরিমানা বর্তমানের ৪০০ শতাংশ থেকে কমিয়ে ২০০ শতাংশ করা হবে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে দেশটির বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে ১০০টি পণ্যে শূন্য শুল্কের প্রস্তাব আনছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ট্রাম্প প্রশাসনের নীতিগত পরিবর্তনের পর বাংলাদেশি রফতানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৭ শতাংশ শুল্কের প্রভাব কমাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই তালিকায় থাকছে বস্ত্র খাতের কাঁচামাল, সামরিক সরঞ্জাম ও শিল্পকারখানার যন্ত্রপাতি। নতুন শুল্কের প্রভাব কাটিয়ে উঠতে এবং বাজারে মার্কিন পণ্য বাড়াতে শুল্কমুক্ত পণ্যের তালিকা বাড়াতে চায় সরকার।

ওষুধ শিল্পে সহায়তা

দেশের ওষুধ খাত শক্তিশালী করতে এবং স্বাস্থ্যসেবার খরচ কমাতে বাজেটে ওষুধের কাঁচামাল ও চিকিৎসা সরঞ্জামের ওপর শুল্ক কমানো হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ক্যানসার, কিডনি ও রক্তনালীর রোগের ওষুধ প্রস্ততকারকদের জন্য অতিরিক্ত ৭৯ পণ্য শুল্কমুক্ত করা হতে পারে।

গণপরিবহন ও মাইক্রোবাসের শুল্ক

যানজট দূর করার লক্ষ্যে ১৬ থেকে ৪০ আসনের বাসের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হচ্ছে। একইভাবে মাইক্রোবাসের (১০-১৫টি আসন) সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হতে পারে।

চিনির আমদানি শুল্ক

দেশে উৎপাদিত চিনির দাম স্থিতিশীল রাখতে ও রাজস্ব আয় বাড়াতে সরকার পরিশোধিত চিনির আমদানি শুল্ক টনপ্রতি সাড়ে ৪ হাজার টাকা থেকে কমিয়ে ৪ হাজার টাকা করতে পারে।

হিমাগার, খেলনা ও ক্রিকেট ব্যাট তৈরিতে সুবিধা

কৃষিপণ্যের দাম স্থিতিশীল রাখতে ও ফসল কাটার পর লোকসান কমাতে হিমাগারের যন্ত্রপাতির ওপর শুল্ক মওকুফ করার পরিকল্পনা করছে সরকার। খেলনা ও ক্রিকেট ব্যাট উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের ক্ষেত্রেও শুল্ক কমানোর সম্ভাবনা আছে। এই পরিকল্পনার অংশ হিসেবে আমদানি করা ফিনিশড টয়গুলোর শুল্ক প্রতি কেজি চার ডলার ও ক্রিকেট ব্যাট তৈরিতে ব্যবহৃত উইলো কাঠের শুল্ক ৩৭ শতাংশ থেকে কমিয়ে ২৬ শতাংশ করা হতে পারে।

সফটওয়্যার রফতানিতে উৎসাহ

দেশে তৈরি সফটওয়্যার রফতানি বাড়াতে সরকার ডেভেলপমেন্ট টুলস, অপারেটিং সিস্টেম, ডাটাবেজ ও সিকিউরিটি সফটওয়্যারের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করতে পারে।

বিলাসবহুল পণ্যে শুল্ক

অত্যাবশ্যকীয় পণ্যের শুল্ক কমানোর পাশাপাশি সরকার কয়েকটি বিলাসবহুল পণ্যের শুল্ক বাড়ানোর পরিকল্পনা করেছে। যেমন, লিপস্টিক ও ফেসওয়াশের ন্যূনতম শুল্ক দ্বিগুণ বাড়িয়ে প্রতি কেজি ৪০ ডলার করা হতে পারে। চকলেটের ক্ষেত্রেও শুল্ক বাড়তে পারে।

হেলিকপ্টার আমদানিতে শুল্ক

আমদানি করা হেলিকপ্টারের শুল্ক এক শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হবে বলে ধারণা করা হচ্ছে। এই উদ্যোগে পরিবহন ও জরুরি প্রয়োজনে হেলিকপ্টারের ওপর নির্ভরশীল ব্যবসা ও পরিষেবার খরচ বাড়তে পারে।

এলএনজি আমদানিতে ভ্যাট ছাড়

বাজেটে এলএনজি আমদানিতে বিদ্যমান ১৫ শতাংশ মূল্য সংযোজন করে (ভ্যাট) ছাড় দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এটি বিদ্যুৎকেন্দ্র ও কারখানার জ্বালানি খরচ কমাতে সহায়তা করবে।

করপোরেট ও আয়করে পরিবর্তন

রাজস্ব আয় বাড়াতে আসন্ন বাজেটে আয়কর কাঠামোয় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। ধনীদের জন্য পুনরায় ৩০ শতাংশ করহার চালু হতে পারে। পাশাপাশি আয়ের বিভিন্ন স্তর অনুযায়ী ভিন্ন ভিন্ন করহার নির্ধারণ করে ধাপে বাড়তে থাকা হারে (গ্র্যাজুয়েটেড) কর কাঠামো চালুর চিন্তা-ভাবনাও রয়েছে।

বাজেট,চমক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত