
সিঙ্গাপুর থেকে খবর এসেছে জুলাই বিপ্লবী ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। অপরদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে এমন গুজব ছড়িয়ে পড়েছে যে তিনি মারা গেছেন। এ নিয়ে বিবৃতি দিয়েছে হাদির নেতৃত্বাধীন ইনকিলাব মঞ্চ।
বুধবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে দেওয়া ওই বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, ওসমান হাদির মৃত্যুর যে খবর ছড়িয়ে দেওয়া হয়েছে, তা সঠিক নয়।
ইনকিলাব মঞ্চের বিবৃতিতে হাদির শারীরিক অবস্থার সর্বশেষ আপডেটে বলা হয়েছে, ‘ওসমান হাদি ভাইয়ের অবস্থা সংকটাপন্ন। কিন্তু তার মৃত্যুর যেই সংবাদ শোনানো হচ্ছে, সেটা সত্য নয়।’
হাদির পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। দোয়া চেয়ে বলা হয়েছে, ‘আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ নসীব করেন।’
এর আগে বুধবার রাতেই প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে দেওয়া এক পোস্টে জানানো হয়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
পোস্টে বলা হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান বুধবার দেশটিতে চিকিৎসাধীন ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। পরে রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে জানান যে, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
আবা/এসআর/২৫