ঢাকা ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

অজ্ঞাত প্রেমের অন্তিম কাল

তানজীনা ফেরদৌস
অজ্ঞাত প্রেমের অন্তিম কাল

অভিমানগুলোকে আইসোলেশনে রেখেছি

যখন অবাধ্যতার সাগরে আঁচড়ে পড়ে

অবহেলার অ্যাকোরিয়ামে বুদবুদ তোলো স্বস্তিতে।

কিংবা যখন তোমার ট্রাফিকে চকচকে

নতুন কোন গাড়ি এসে দাঁড়ায়,

মুগ্ধতা ছাঁপিয়ে হয় প্রেমের বন্যা,

ভেসে যায় চারদিক।

আমি তখন দেখি তোমার দেয়া

লাল গোলাপগুলো কেমন শুকনো

কঙ্কাল হয়ে অবহেলিত পড়ে আছে।

তখন অভিমানগুলো আইসোলেশনে

রেখে মনকে বোঝাই...

এটা কোন অজ্ঞাত প্রেমের অন্তিম কাল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত