শ্মশান ঘাটের ব্রহ্মপুত্রে
কেটেছে অনেক দিন
পড়ন্ত বিকেলে যাই না নদে
ভাবছি নিশিদিন।
চিতই, ভাপা, শুঁটকি ভর্তা
স্বাদ নিই না বহুমাস
মনটা হঠাৎ থমকে গিয়ে
চোখে বর্ষা বারোমাস।
নাকের ডগায় বিন্দু ঘাম
আর জমে না কারও
মুগ্ধ হয়ে একগাল হেসে
পাগলামি হয় না আরও।
প্রথম দেখেছি বসন্তে তোমায়
খুঁজেছি রৌদ্রতাপে
বেলা শেষে হঠাৎ তুমি
কোথায় ডুবে গেলে?
ডুবন্ত মন খুঁজে ফিরি
পাই না তোমায় আর
কোথায় পাবো তোমায় আমি
যদি যাই গিরি পাহাড়।