ঢাকা রোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

নীল বেদনা

আব্দুল আহাদ
নীল বেদনা

ভালবাসার নীল বেদনা যাক না

একটুও দূরে,

নতুন আঙ্গিকে সাজাব মোরে

তোমার সেই স্বপ্ন বিলাসে।

বিলাসজুড়ে থাকবে মোর আঙ্গিকে

তোমার ছোঁয়ায় অনুভব,

অনুভবে মাতব আমি নীল বেদনা ভুলে।

নীল বেদনা যাক না দূরে

নতুন বছরের সেই ছোঁয়ায়,

ছোঁয়ায় ছোঁয়ায় ভরবে মন

তোমার সেই মায়ার পরশে।

মায়ার স্রোতে যাব ভুলে

নীল বেদনা রং।

ভোরের সূর্য দেখবই আমি

তোমার একটুও মায়ায় পড়ে।

মায়ার রংটা হোক না উজ্জ্বল

স্বরলিপি পাতায় পাতায়,

নতুন বছরের নতুন দিন

হোক না একটু সমুদ্র।

সমুদ্রতে ভাসবো আমি

নৌকার মাঝি হয়ে ,

খেয়া ঘাটে এসো তুমি

নতুন সূর্য দেখতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত