ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আধুনিকতা

শাহরিয়ার ইসলাম রৌদ্র
আধুনিকতা

প্রত্যেকটি ঘরে জ্বলছে; আধুনিকতার ছোয়া,

নাম তার টেবিল ল্যাম্প।

আমার নীড়ে;

কুপি বাতি জ্বালিয়ে,

পোহাই নব্বই দশকের তাপ।

শহরজুড়ে আধুনিকতা;

রং বেরং এর আলো,

লোডশেডিং হলেই হলো,

লোকে যে খোঁজে কৃত্রিম আলো।

মন খুঁজে কুপি বাতি;

আর হারিকেনের,

ওই ঝাঁপসা আলো।

যদি এনে দিতে পারো,

জোনাকি পোকার ওই প্রাকৃতিক আলো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত