প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৭ মে, ২০২৫
প্রত্যেকটি ঘরে জ্বলছে; আধুনিকতার ছোয়া,
নাম তার টেবিল ল্যাম্প।
আমার নীড়ে;
কুপি বাতি জ্বালিয়ে,
পোহাই নব্বই দশকের তাপ।
শহরজুড়ে আধুনিকতা;
রং বেরং এর আলো,
লোডশেডিং হলেই হলো,
লোকে যে খোঁজে কৃত্রিম আলো।
মন খুঁজে কুপি বাতি;
আর হারিকেনের,
ওই ঝাঁপসা আলো।
যদি এনে দিতে পারো,
জোনাকি পোকার ওই প্রাকৃতিক আলো।