প্রিন্ট সংস্করণ
০০:০০, ২১ জুন, ২০২৫
স্বপ্ন দেখা ঘুমের মধ্যে জড়িয়ে থাকে গল্প,
দীর্ঘ সঙ্গমের পরও আনন্দের কিছু নেই,
পূর্ণিমা রাতের খোলস বদলে
মুখোমুখি হয় জীবনের গল্প।
গল্প অনুদিত হলে-
প্রহরজুড়ে খেলা করে আলোর অধিক আলো,
এসব গল্পে শুধু লুট হয়ে যায় সময়।
অতঃপর, এসবের মাঝেও শুনতে পাই
এখন পুরো অসুস্থ পৃথিবীজুড়ে
কফিনে পেরেক ঠোকার আওয়াজ।