ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

দেড় কোটি টাকা নিয়ে লাপাত্তা দুই প্রতারক সংবাদ সম্মেলনে অভিযোগ

দেড় কোটি টাকা নিয়ে লাপাত্তা দুই প্রতারক সংবাদ সম্মেলনে অভিযোগ

সৌদি আরবে ৬৫ জ্বন শ্রমিকের বেতনের ৮৯ লাখ ৭৮ হাজার ও জ্বমানো ৬৫ লাখ টাকা আত্মসাৎ করে চম্পট দিয়েছে পিরোজ্বপুরের মঠবাড়িয়ার দুই প্রতারক। গত মঙ্গলবার বাংলাদেশ প্রেসক্লাব মঠবাড়িয়া উপজেলা শাখায় পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া গ্রামের শুখঞ্জ্বন দাসের ছেলে সাগর দাস সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তার দুই কাকা (চাচা) বাবুল দাস ও অধীর দাস দীর্ঘদিন ধরে সৌদি আরবে থেকে শ্রমিকের কাজ্ব করার পাশাপাশি শ্রমিকদের সরদারি করে আসছেন। সেই সুবাদে মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের বুখইতলা বান্ধবপাড়া গ্রামের সাবেক মেম্বার শামসুল হকের ছেলে জ্বহির ও রফিকের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচয় হয়। আমার কাকা বাবুল দাসের সঙ্গে ওই দুই প্রতারক জ্বহির ও রফিক পার্টনার হিসেবে কাজ্ব করার প্রস্তার দিলে দেশি লোক হিসেবে আমার কাকা তাদের প্রস্তাব মেনে নেন। কিছুদিন ভালোভাবে কাজ্ব ও লেনদেন করলেও গত ২০ ফেব্রুয়ারি ৬৫ জ্বন শ্রমিকের বাংলাদেশি ৮৯ লাখ ৭৮ হাজার টাকা শ্রমিকদের বণ্টন করে দেয়ার জ্বন্য ছোট কাকা অধীর দাস জ্বহির ও রফিকের হাতে দেন।

এছাড়াও তাদের কাছে আমার কাকারা ৬৫ লাখ টাকা আমানত (জ্বমা) রেখেছিল। এর পরক্ষণেই রুমে তালা দিয়ে মোবাইল বন্ধ করে এই দুই প্রতারক আত্মগোপনে চলে যায়। বর্তমানে আমার ওই দুই কাকা প্রবাসে ৬৫ জ্বন শ্রমিকের বেতনের টাকা দিতে না পেরে চাপে রয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগীদেয় নিকট আত্মীয় লিটন দাস, হৃদয় দাস। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত