দাগনভূঞায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া এলাকায় পেট্রোল পাম্পের সামনে তাকে গ্রেপ্তার করা হয়। শামীম উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ জ্বয়লস্কর গ্রামের হারিছ মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, পরোয়ানাভুক্ত ১টি জিআর (মাদক) মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি শামীমকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই আবু হানিফ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেন।