ঢাকা শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

অস্ত্র ও ইয়াবাসহ ‘বৈষম্যবিরোধী ছাত্র সংগঠক’ আটক

অস্ত্র ও ইয়াবাসহ ‘বৈষম্যবিরোধী ছাত্র সংগঠক’ আটক

নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে জিদান নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সংগঠকসহ দুইজনকে আটক করা হয়েছে। এসময় জিদানের কাছ থেকে ৪ পিস ইয়াবা ও একটি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সংগঠক মো. জিদান ও শহরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের দালাল ইকবাল হোসেন। গতকাল রোববার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী এ অভিযান চালায়। পরে আটককৃতদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক জিদানের বিরুদ্ধে চাঁদাবাজি, হাসপাতালের দালালি, ইয়াবা বিক্রি ও সেবনসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। এ ঘটনার পর মো. জিদানকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটি। জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় অতি সামান্য আহত হয় জিদান। আহত হওয়ার সুবাদে নারায়ণগঞ্জ-৩০০ শয্যাবিশিস্ট হাসপাতাল তথা খানপুর হাসপাতালে চিকিৎসা নেয় সে। চিকিৎসা নেয়ার সময় হাসপাতালের দালাল চক্রের হোতা নুরুল ইসলামসহ অন্যদের সঙ্গে সখ্যতা গড়ে উঠে তার।

পরবর্তীতে সুস্থ হয়ে দালালদের গডফাদার নুরুল ইসলামের সাথে মিলে হাসপাতালের ওষুধ চুরি, হাসপাতালে বসে ইয়াবা সেবন ও বিক্রিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে। এমন বেশ কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে যৌথ বাহিনী তার বিরুদ্ধে গোপন তদন্ত শুরু করে। তদন্ত করতে গিয়ে তারা জিদান ও তার সহযোগীদের নানা অপকের্মর সত্যতা পায়। যারা গোপনে তদন্ত করছিলেন তারা খবর পান একটি কক্ষে জিদান ও তার সহযোগীরা ইয়াবা সেবন করছে। এসময় তারা ওই কক্ষে প্রবেশ করলে জিদান ও তার সহযোগীরা তাদের আটকে রেখে নির্যাতন করে। মারধরের শিকার ব্যক্তিরা যৌথ বাহিনীকে বিষয়টি জানালে তারা অভিযান পরিচালনা করে চারজনকে উদ্ধার করে এবং জিদান ও তার এক সহযোগী ইকবাল হোসেনকে গ্রেপ্তার করে। জিদানের ব্যাগ থেকে একটি সুইস গিয়ার ও ৪ পিস ইয়াবা উদ্ধার করে যৌথবাহিনী। পরে তাদের দুজনকে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জিদান হোসেন ছাত্রনেতার পরিচয়ে হাসপাতালের স্টাফদের হুমকি দিয়ে আসছিলেন এবং নানা অনৈতিক সুবিধা আদায় করছিলেন। পাশাপাশি, তিনি হাসপাতালের অভ্যন্তরে ইয়াবা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। বিষয়টি নিয়ে কয়েকজন ভুক্তভোগী সেনাবাহিনীর কাছে অভিযোগ করলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালায় এবং ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। এদিকে, আটকের পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জিদান হোসেনকে স্থায়ীভাবে বহিষ্কার করার ঘোষণা দেয়। জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান ও সদস্য সচিব মোহাম্মদ জাবেদ আলম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থি কাজে লিপ্ত থাকার কারণে জিদান হোসেনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নারায়ণগঞ্জ জেলা নিবে না। জেলায় দায়িত্বরত সকল পর্যায়ের ব্যক্তিদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হলো। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, জিদান হোসেন নামে এক ছাত্র সংগঠক ও তার সহযোগী ইকবাল হোসেনকে আটক করেছে যৌথবাহিনী। তাদের কাছ থেকে একটি সুইস গিয়ার ও ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত