ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালইসিস সেন্টার উপজেলা শাখার আয়োজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে একটি র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ব্যানার, লিফলেট ও পোস্টার হাতে নানা পেশার শতাধিক মানুষ র্যালিতে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস শাখার সহকারী ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, ইলিয়াছ হোসেন, মাসুদ রানা প্রমুখ।