ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

শ্রীনগরের ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

শ্রীনগরের ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে আলোচিত সেই ইউপি সদস্য স্বপন মেম্বারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান জানিয়েছেন তাকে ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলায় গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

থানা পুলিশে সূত্রে জানা যায়, গত বুধবার রাত পৌনে ২টার দিকে র‌্যাব-১০ গোপন সংবাদেরভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি, স্বপন মেম্বারকে গ্রেপ্তার করে শ্রীনগর থানায় হস্তান্তর করেন।

গ্রেপ্তার স্বপন মেম্বার শ্রীনগর উপজেলার দেওয়ানপাড়া শ্যামসিদ্ধি গ্রামের আবুল চৌধুরীর ছেলে।

তিনি শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত