ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

কমলগঞ্জে আটক দুই

কমলগঞ্জে আটক দুই

মৌলভীবাজারের কমলগঞ্জে ১ লাখ ১০ হাজার বিদেশি সিগারেটসহ ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার পৌর এলাকার ভানুগাছ বাজারের ১০নং পয়েন্ট ভাই ভাই ষ্টোর নামীয় দোকান থেকে বিদেশি সিগারেটসহ তাদের করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, কমলগঞ্জ থানার এসআই রনি তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল গত বুধবার রাত ৯টায় কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ বাজারের ১০নং পয়েন্ট ভাই ভাই ষ্টোর নামীয় দোকান থেকে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার বিদেশি সিগারেট জব্দসহ ২ ব্যক্তিকে আটক করে। এসময়ে কমলগঞ্জ সদর ইউনিয়নের রাসটিলা গ্রামের মাহফুজ মিয়ার ছেলে সোহাগ মিয়া ও আব্দুল হান্নানের ছেলে মো. রাহীকে আটক করা হয়। পুলিশ বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার বিশেষ ক্ষমতা আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত