ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ত্রিশালে ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল

ত্রিশালে ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের চেলেরঘাট থেকে চান্দেরটিকি বাজার হয়ে হরিরামপুর নতুন বাজার সড়কের মাঝপথে গরিব খাঁ বাড়িসংলগ্ন রউয়া ব্রিজ দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে থাকায় চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্রিজের ওপরের অংশের কংক্রিট খসে গিয়ে বেরিয়ে পড়েছে রডের কাঠামো। এতে করে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দুর্ভোগে চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও হাজার হাজার মানুষের। যাতায়াত করতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের। প্রায় সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যরে এই সড়কটি দিয়ে প্রতিদিন ড্রাম ট্রাক, লরি, কভার্ড ভ্যানসহ ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল করে থাকে। কিন্তু মাঝখানে ঝুঁকিপূর্ণ এই ব্রিজের কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল-কলেজগামী শিার্থী, কৃষক, দিনমজুর ও ব্যবসায়ীরা যাতায়াত করেন। ভাঙা ব্রিজের কারণে যানবাহন চলাচলেও দেখা দিয়েছে বাধা। স্থানীয়রা জানান, গেল কয়েক বছর আগে সড়কটি নতুনভাবে কার্পেটিং করা হলেও গুরুত্বপূর্ণ এই ব্রিজ আজও কোনো সংস্কার বা পুনঃনির্মাণ কাজ করা হয়নি। ফলে নতুন রাস্তার সুবিধা থাকলেও মাঝখানে ভাঙা ব্রিজের কারণে পুরো সড়কটিই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অনেকেই বলছেন, রাস্তাটির কাজ অসম্পূর্ণ রেখে চলে যাওয়া একটি বড় গাফিলতি রয়েছে। স্থানীয় বাসিন্দা এমদাদুল হক মানিক বলেন, ১৯৮১ সালে ব্রিজটি নির্মাণ করা হয়, পরবর্তীতে ১৯৯৯ সালে সাময়িক সংস্কার করা হয়। এরপর থেকে এ পর্যন্ত কোন সংস্কার কাজ করা হয়নি। আমরা অনেকবার ইউপি সদস্য ও চেয়ারম্যানকে জানিয়েছি। কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয়নি। স্থানীয় জন প্রতিনিধিদের দায়িত্বহীনতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে দিন দিন বাড়ছে জনদুর্ভোগ। এ রাস্তায় চলাচলকারী সাধারণ ভুক্তভোগীরা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত