
এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৬৩.৬০ শতাংশ। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯০২। গতকাল বৃহস্পতিবার বোর্ড মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম। ফলাফল ঘোষণার সময় বোর্ডের সচিব অধ্যাপক খোন্দকার ছাদেকুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি বলেন, এ বছর মোট ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। বিজ্ঞান বিভাগে পাসের ৮৮.০১, মানবিকে ৪৬.৭৭ এবং বানিজ্য বিভাগে ৫৩.৯২ শতাংশ। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের তুলনায় এগিয়ে আছে মেয়েরা। মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৯৫ জন এবং ছেলেরা পেয়েছে ৪ হাজার ৪০৭ জন। পাসের হারে মেয়েরা ৬৪.২৬ এবং ছেলেরা ৬২.৬৯ শতাংশ পেয়েছে।
সার্বিক ফলাফল পর্যালোচনায় দেখা যায়, গত বছরের তুলনায় এ বছর পাসের হার, শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠান ও জিপিএ-৫ কমেছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৯.২৩ এবং জিপিএ-৫ ছিল ১২ হাজার ১০০ এবং শতভাগ পাসের প্রতিষ্ঠান ছিল ৯৮। এবছর শতভাগ পাসের প্রতিষ্ঠান মাত্র ২২টি। এবার একটি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম জানান, ইংরেজি ও গণিতে অধিক শিক্ষার্থী ফেল করায় এবার গড় পাসের হার কমেছে। আমরা এ দুটি বিষয়ে শিক্ষকদের আরও পারদর্শী করতে উদ্যোগ নেব। এছাড়া যেসব প্রতিষ্ঠানে অধিক শিক্ষার্থী ফেল করেছে ওইসব প্রতিষ্ঠানে খোঁজখবর নেওয়া হবে।