টাঙ্গাইল জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে গড় পাসের হার ৬৬.৮৭ শতাংশ। এর মধ্যে এসএসসিতে পাসের হার ৫৩.৫৮ শতাংশ, দাখিলে ৬৭.৭০ শতাংশ, এসএসসি ভোকেশনালে ৭১.০৯ শতাংশ এবং দাখিল ভোকেশনালে ৭৫.১০ শতাংশ। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর এসএসসিতে ৩৮ হাজার ৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২১ হাজার ৩৯ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৬৪ জন। পাসের হার ৫৩.৫৮ শতাংশ। দাখিল পরীক্ষায় ৬ হাজার ৬২৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪ হাজার ৪২৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৯১ জন। পাসের হার ৬৭.৭০ শতাংশ। এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৫ হাজার ১৭০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩ হাজার ৭১৭ জন। জিপিএ ৫ পেয়েছে ১৩৫ জন।