ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

খাগড়াছড়ি শহর যানজটমুক্ত করতে কাজ করছে বিএনপি

খাগড়াছড়ি শহর যানজটমুক্ত করতে কাজ করছে বিএনপি

অপরিকল্পিত উন্নয়ন ও সরু রাস্তায় বাড়তি পরিবহনের চাপে অতিষ্ঠ খাগড়াছড়ি শহরবাসী। প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার হাটের দিন তা কয়েকগুণ বেড়ে যায়। এ সমস্যায় কিছুটা লাঘবে উদ্যোগ নিয়েছেন খাগড়াছড়ির সাবেক সাংসদ ও জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দীর্ঘ দিন ধরে সড়কে শৃঙ্খলা আনার কর্মসূচি পালন করে যাচ্ছেন। রোদ বৃষ্টি উপেক্ষা করে বাজারে শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিরসনে কাজ চলছে।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শহরের শাপলা চত্বর মোড়ে সরেজমিনে দেখা যায়, মুষলধারে বৃষ্টির মাঝেও যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকের নেতাকর্মীরা শৃঙ্খলার কাজ করছেন।

কারো গায়ে রেইনকোর্ট, কারো হাতে ছাতা কেউবা ভিজে ভিজে এ কাজ করে যাচ্ছেন। শাপলা চত্বরের আশপাশে গণপরিবহন চলাচলে শৃঙ্খলা রাখা ও হাটে তরিতরকারি বেচাকিনি করতে আসাদের কারণে সড়কে প্রতিবন্ধকতা যেন না হয় সে দিকে নজর রাখার উপর বেশি জোর দিতে দেখা যায়।

এ সময় কথা হয় পৌর যুবদলের নেতা আব্দুল মান্নানের সঙ্গে। তিনি বলেন, প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশে যুবদল ছাত্রদল ও সেচ্ছাসেবকদল প্রিয় খাগড়াছড়ি শহরের বাজারে শৃঙ্খলা, ট্রাফিক সেবা ও যানজট নিরসনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় বাজারে যত্রতত্র কাঁচামালের পসরা নিয়ে বসে মূল সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে কিছু ব্যাবসায়ী, এ ব্যাপারে জেলা প্রশাসনের পদক্ষেপ জরুরি।

জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ বলেন, এ শহর আমাদের সবার, প্রতিদিন এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসছেন। কিন্তু যানজট ও অব্যবস্থাপনায় তাদের চলাফেরা বিঘ্নিত হয়। একইভাবে স্থানীয় বাসিন্দারাও সমস্যার মুখোমুখি। এ সমস্যা নিরসনে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের রূপকার ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশে এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে নেতাকর্মীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত