ঢাকা শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে আবদুল করিম (৪৭) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুরাজপুরে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল করিম ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। স্থানীয় সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল কাইয়ুম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এরআগে গত ৭ এপ্রিল চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকুল এলাকায় হাতির আক্রমনের শিকার হয়ে মোহাম্মদ হোসেন নামে এক কাঠুরিয়া নিহত হয়েছিলেন। সংরক্ষিত বন থেকে লাকড়ি আনতে গিয়ে হাতির আক্রমণের শিকার হয়ে মারা যান তিনি।

স্থানীয় লোকজন জানায়, গত রোববার রাতে দলছুট একটি বন্য হাতি লোকালয়ে ঢুকে পড়ে। পরে হাতিটিকে তাড়া করতে একদল উৎসুক জনতা লাঠিসোটা হাতে নিয়ে জড়ো হয়।

এ সময় তারা ঢিল ছুড়ে হাতিটির তাড়ানোর চেষ্টা করলে, লোকজনের তাড়া খেয়ে হাতিটি পালিয়ে যাওয়ার সময় হঠাৎ তার সামনে পড়ে যায় আবদুল করিম। এ সময় হাতিটি আবদুল করিমকে পায়ে পিষ্ট করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উন্নত চিকিৎসার জন্য আহত আবদুল করিমকে চট্টগ্রামে নেয়া হলে সেথানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল কাইয়ুম বলেন, হাতির আক্রমণে নিহত আবদুল করিম দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেন। এরপর তিনি কৃষিকাজে নিয়োজিত হয়ে সংসারের হাল ধরেছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত