ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

পীরগঞ্জে কীটনাশক প্রয়োগে পুকুরের মাছ নিধন

পীরগঞ্জে কীটনাশক প্রয়োগে পুকুরের মাছ নিধন

রংপুরের পীরগঞ্জে পুকুরে কীটনাশক প্রয়োগে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি করেছেন পুকুর মালিক মাহমুদুন্নবী নয়ন।

ঘটনাটি ঘটছে গত বুধবার রাতে উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের ভেন্ডাবাড়ী গ্রামে। ক্ষতিগ্রস্ত মাছচাষী মাহমুদুন্নবী নয়ন ওই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

জানা গেছে, গত শনিবার গভীর রাতে কে বা কারা নয়ন মিয়ার পুকুরে কীটনাশক প্রয়োগ করে। এতে পুকুরে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের মৃগেল, তেলাপিয়া, কাতলা, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ ভেসে উঠে।

পরদিন সকালে নয়ন প্রতিদিনের ন্যায় পুকুরে খাদ্য দিতে গিয়ে প্রত্যক্ষ করেন মাছগুলো মরে পচে ভেসে উঠেছে। এ ব্যাপারে মাহমুদুন্নবী নয়ন বলেন, স্থানীয় কতিপয় চিহ্নিত মাদক কারবারির রোষানলের শিকার আমি। বিষয়টি উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে অবগত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত