ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

মোহনগঞ্জে গাঁজাসহ আটক চারজনের কারাদণ্ড

মোহনগঞ্জে গাঁজাসহ আটক চারজনের কারাদণ্ড

নেত্রকোনার মোহনগঞ্জে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে গাঁজাসহ চার যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে গত সোমবার সন্ধ্যায় পৌরশহরের শিয়ালজানি খালের পাড় থেকে তাদের আটক করা হয়। মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আটকদের মধ্যে মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকার ইকরামুল হোসেনকে পাঁচ দিনের কারাদণ্ড, রহমত উল্লাহকে ১৫ দিনের, টেংগাপাড়া এলাকার গোলাম রনিকে ১৫ দিনের ও বারহাট্টা উপজেলার ছয়গাঁও এলাকার নুর মোহাম্মদকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত