চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আপন বড় ভাইকে হত্যার অপরাধে ছোট ভাইসহ দুই ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। গত সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে আরও দুইজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ির সহিমুদ্দীন মন্ডলের ছেলে মো. মোস্তফা (৬৫) ও তারই দুই ছেলে নয়ন আলী (৪২) এবং মিলন আলী (২৪)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২১ সালের ২ জুন সন্ধ্যায় শিবগঞ্জের কয়লাবাড়িতে জমির বিরোধের জেরে মাইনুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করে মোস্তফা ও তার দুই ছেলে।
পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ জুন মাইনুল ইসলাম মারা যান।
এ ঘটনায় নিহতের পরিবার বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক বরুন সরকার ওই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তিনি আরও বলেন, দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।