ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ভুল স্টেশনে নেমে কমলগঞ্জের কিশোরী ধর্ষণের শিকার

ভুল স্টেশনে নেমে কমলগঞ্জের কিশোরী ধর্ষণের শিকার

মৌলভীবাজারের কমলগঞ্জের এক কিশোরী (১৬) মায়ের সঙ্গে অসুস্থ আত্মীয়কে দেখে সিলেট থেকে ট্রেনে বাড়িতে ফিরছিল। কিন্তু কিশোরী নিজ বাড়ি কমলগঞ্জের ভানুগাছ স্টেশন নামা কথা থাকলেও সেই ট্রেনের বগিতে খুব ভীড় থাকায় মাকে হারিয়ে ভুলে কুলাউড়া জংশন স্টেশনে নেমে যায় ওই কিশোরী। স্টেশনে নেমে মাকে খুঁজে পায় না কিশোরী। তখনই ট্রেনটি ছেড়ে দেওয়ায় অসহায় হয়ে পড়ে সে, স্টেশনের লোকজনকে জিজ্ঞেস করে পরের ট্রেনের জন্য অপেক্ষা ওই কিশোরী। ঘটনাটি আঁচ করতে পেরে স্টেশনে যাত্রীর জন্য অপেক্ষামান এক গাড়িচালক আক্তার আলী (২৯) তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে অন্যত্র নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ মেয়েটির। পরে ওই কিশোরীকে জিম্মি করে তার আত্মীয়ের কাছে ২০ হাজার টাকা দাবি করে গাড়ি চালক আক্তার। ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে গত মঙ্গলবার (কুলাউড়া রেলওয়ে থানায় ধর্ষণের মামলা হলে রেল পুলিশ আক্তার আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গাড়ি চালক আক্তারের বাড়ি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জের কায়স্থ গ্রামে বলে পুলিশ জানায়। এজাহার সূত্রে জানা যায়, সিলেটের একটি হাসপাতালে অসুস্থ আত্মীয়কে দেখে মায়ের সঙ্গে বাড়িতে ফিরছিল। ভুল করে কুলাউড়া রেলস্টেশনে নামার পর গাড়িচালক আক্তার আলী তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বললে কিশোরী সরল বিশ্বাসে রাজি হয়ে গাড়িতে ওঠে। গাড়িচালক আক্তার কিশোরীকে সিলেটের একটি আবাসিক হোটেলে নিয়ে যায় এবং নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে। পরে কিশোরীর মুঠোফোনে তার এক আত্মীয়ের কাছে কিশোরীকে ফেরত পেতে হলে বিকাশে ২০ হাজার টাকা পাঠাতে বলে। কিশোরীর স্বজনদের অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় গতকাল সোমবার রাতে সিলেটের কদমতলী থেকে কিশোরীকে উদ্ধার ও অভিযুক্ত আক্তার আলীকে গ্রেপ্তার করে।

কুলাউড়া রেলওয়ে থানার এসআই দিপক দেওয়ান বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে আক্তার আলী অপরাধ স্বীকার করেছে। পওে গত মঙ্গলবার দুপুরে তাকে মৌলভীবাজারের আদালতে পাঠানো হয়েছে। আর কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য মৌলভীবাজারের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত