গাইবান্ধার সুন্দরগঞ্জে মাসব্যাপী সহস্র বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করল সামাজিক সংগঠন রিয়েল চেঞ্জ অব বাংলাদেশ-আরসিবি। গতকাল বুধবার সামাজিক সংগঠন আরসিবির উদ্যোগে উপজেলার বেলকা ইউনিয়নের পঞ্চানন্দ আর ইউ দ্বি-মুখী দাখিল মাদ্রাসা মাঠে কর্মসূচির উদ্বোধন করেন সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির। এসময় বক্তব্য রাখেন, আরসিবির প্রধান পৃষ্ঠপোষক এবং যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট ও বৃহত্তর রংপুর ছাত্র ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার শহীদুর রহমান, ইউপি সদস্য এবং সহকারী শিক্ষক আবু রায়হান।