কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীতে নিখোঁজ নাজিম (৫) নামের এক শিশুর লাশ একদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল বুধবার লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গত মঙ্গলবার নিখোঁজ হয় সে। নিহত শিশু নাজিম উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট বাজার এলাকার রফিকুল ইসলামের তৃতীয় ছেলে। স্থানীয়রা জানান, নিহত শিশু নাজিম গত মঙ্গলবার বিকালে বাড়ির পাশে অন্যন্য শিশুদের সঙ্গে খেলতে যায়।