সোনাগাজী উপজেলার গর্ব, জুলাই শহিদদের স্মৃতি স্মারক ‘ফুলকুঁড়িনগর শহিদ বোরহান পাঠাগার’ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন। তিনি পাঠাগারের বিভিন্ন কার্যক্রম ও সংগ্রহ ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। পাঠাগারের সার্বিক উন্নয়নে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে বলে আশ্বাস দেন ইউএনও। তিনি বলেন, এই পাঠাগার শুধু একটি জ্ঞানচর্চার কেন্দ্র নয়, এটি শহিদ বোরহানের মতো বীর সন্তানের স্মৃতিকে জীবন্ত করে রাখার একটি প্রয়াস। এসময় উপস্থিত ছিলেন, ফেনী জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক শাহীনুর হোসেনসহ নেতারা। স্থানীয় জনগণ তার এ উদ্যোগ ও আগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পাঠাগারকে আরও সমৃদ্ধ করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, শহিদ বোরহান উদ্দিনের বাড়ি সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইত কান্দি গ্রামে। তিনি জুলাই আন্দোলনে ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।