ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ উদ্বোধন

সিরাজগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ উদ্বোধন

সিরাজগঞ্জে জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতিচিহ্ন হিসেবে ও জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্বরণে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে প্রধান অতিথি হিসেবে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। এ সময় তিনি বলেন, জুলাই আন্দোলনে বীর শহিদদের স্মরণে এ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। এ স্মৃতিস্তম্ভ সারা বাংলাদেশের ৬৪ জেলায় নির্মিত হবে। আগামী ৫ আগস্টে এ স্মৃতিস্তম্ভ শহিদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হবে বলে আশা করছি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ফারুক হোসেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত