ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীতে আইনজীবীদের মানববন্ধন

রাজবাড়ীতে আইনজীবীদের মানববন্ধন

চেক ডিজঅনার, যৌতুক নিরোধ, নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা আদালতে দায়েরের আগে লিগ্যাল এইডের মাধ্যমে আপসের বাধ্যবাধকতা আরোপ করে আইন মন্ত্রণালয় থেকে সম্প্রতি প্রকাশিত গেজেট বাতিলের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আইনজীবীরা। গতকাল রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আদালত চত্বরেই সিনিয়র ও তরুণ আইনজীবীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান বাচ্চু। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ও পিপি আব্দুর রাজ্জাক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত