ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাগেরহাটে ডাকাতির কোটি টাকার মালামাল উদ্ধার

বাগেরহাটে ডাকাতির কোটি টাকার মালামাল উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে আলোচিত হ্যামকো কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান অ্যাঞ্জিন মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে সংঘটিত দুর্র্ধষ ডাকাতির ঘটনায় ১ কোটি টাকার বেশি মালামাল উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মীসহ গ্রেপ্তার করা হয়েছে ৯ জন ডাকাতকে। পুলিশের ধারাবাহিক অভিযান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মালামাল উদ্ধার ও ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে এলাকায় খানিকটা স্বস্তি ফিরেছে। গতকাল বুধবার বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার তৌহিদুল আরিফ। মামলার তথ্য অনুযায়ী ৪ জুলাই রাত ৭টা ৪৫ মিনিট থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত ফকিরহাটের নওয়াপাড়া মোড় সংলগ্ন অ্যাঞ্জিন মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে পরিকল্পিতভাবে ডাকাতি চালায় একটি সংঘবদ্ধ চক্র।

তারা প্রথমে সুকৌশলে ১১ জন নিরাপত্তারক্ষীদের বেঁধে ফেলে। পরে প্রায় ১৫ টন অ্যালুমিনিয়ামের বার, ১ টন কপার ও ২.৫ টন কপার ক্যাবল লুট করে। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ২ লাখ ১০ হাজার টাকা। এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় একটি মামলা করা হয়। পরে পুলিশের গোয়েন্দা বিভাগ এবং বিভিন্ন জেলার টিম যৌথভাবে অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ‘মাদামবিবি’ নামক স্থান থেকে প্রায় ১০ টন অ্যালুমিনিয়াম বার (১৫৩৯ পিস), ১ টন কপার এবং ২.৫ টন কপার ক্যাবল উদ্ধার করা হয়। পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলেন, ডাকাত চক্রটি সুপরিকল্পিতভাবে অপারেশন চালিয়েছিল।

তবে পুলিশের নিরবিচ্ছিন্ন অভিযান এবং গোয়েন্দা দক্ষতায় মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তার সম্ভব হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আটকদের আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত