মেলান্দহে ডেঙ্গু ও ম্যালেরিয়াসহ বিভিন্ন প্রকার মশাবাহী রোগের প্রকোপ থেকে রক্ষার্থে শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। উমির উদ্দিন পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ করা হয়। গতকাল বুধবার ঢাকাস্থ জামালপুর জেলার উলামা পরিষদের সেক্রেটারি মুফতি বাকি বিল্লাহর নিজস্ব অর্থায়নে ঐ বিদ্যালয়ের চারশত শিক্ষার্থীর মধ্যে এই মশারি বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ শেষে বক্তব্য রাখেন সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু। এসময় উমির উদ্দিন পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেলান্দহ উপজেলা পৌর বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম রেজা, জামালপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মেহেরুল্লাহ, প্রবীণ সাংবাদিক আলমগীর আহমেদ শাহজাহান প্রমুখ।