ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে যুবকের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জে যুবকের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের পরিত্যক্ত একটি কক্ষ থেকে মো. ইয়াসিন (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়।

ভোলার আলকী গ্রামের বাবুল হোসেনের চেলে ইয়াসিন। মুন্সীগঞ্জের মাঠপাড়ায় ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন তিনি। ইয়াসিন ঢাকার মোহাম্মদপুরের একটি বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করতেন এবং গত বৃহস্পতিবার তিনি মুন্সীগঞ্জে আসেন বলে জানা গেছে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা মাদক সেবনের কারণে মৃত্যু হতে পারে।

ছেলেটি মানসিকভাবে দুর্বল ছিল। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত