ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

বিরিশিরি কালচারাল একাডেমিতে নতুন পরিচালক

বিরিশিরি কালচারাল একাডেমিতে নতুন পরিচালক

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে অবস্থিত বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতি চর্চা কেন্দ্র ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক পদে নিয়োগ পেলেন কবি পরাগ রিছিল। গত মঙ্গলবার তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০ এর ধারা-১১(২) অনুযায়ী পরাগ রিছিলকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মণ্ডসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, বিরিশিরি, নেত্রকোনার পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল। তা এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত