ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

নওগাঁয় জেলা প্রশাসকের ক্রীড়া সামগ্রী বিতরণ

নওগাঁয় জেলা প্রশাসকের ক্রীড়া সামগ্রী বিতরণ

নওগাঁয় জেলা প্রশাসকের উদ্যোগে বিভিন্ন ক্রীড়া ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩০টি ক্রীড়া ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল, ভলিবল, দাবা, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মেহেদী হাসানসহ প্রশাসনের অন্যান্যরা কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, জাতি গঠনে মানসম্মত শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চা গুরুত্ব অপরিসীম। তৃণমূলের স্কুল, প্রতিষ্ঠান এবং ক্লাবগুলোকে উদ্বুদ্ধ করতে ও খেলাধুলা চর্চার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এইসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে।

নওগাঁর ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত