ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

খাগড়াছড়িতে শিশু ধর্ষণের আসামি গ্রেপ্তার

খাগড়াছড়িতে শিশু ধর্ষণের আসামি গ্রেপ্তার

খাগড়াছড়ির রামগড়ে খাবার দেয়ার প্রলোভনে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে রামগড় থানায় মামলা হওয়ার পর অভিযুক্ত মো. শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, গত মঙ্গলবার দুপুরে রামগড়ের পাতাছড়া ইউনিয়নের নাকাপা এলাকায় চায়ের দোকানে ডেকে খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুর ওপর পাশবিকতা চালায় শাহীন। বাড়ি ফেরার পর মায়ের সন্দেহ হলে জিজ্ঞাসা ও মেয়ের শরীর দেখে এ বিষয়ে জানতে পারেন। তখন স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত শাহীনকে আটক করা হয়। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন জানান, ভিকটিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে প্রেরণ করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত