নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে হিরাঝিল এলাকা থেকে ভূমি জরিপের সহকারী সেটেলমেন্ট অফিসার মো. মহসিন আলী সরদার ও সার্ভেয়ার নজরুল ইসলাম সরকার নামে দুই কর্মকর্তাকে স্থানীয় ছাত্র ও জনতা ৫ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে ছাত্র-জনতা তাদেরকে পুুলিশের তুলে দেয়। গতকাল বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত হীরাঝিল এলাকায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল ক্যাম্পাসে অস্থায়ী অফিসে এ ঘটনা ঘটে। রজানা গেছে, প্রায় এক মাস যাবত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় ডিজিটাল ভূমি জরিপের কাজ শুরু করা হয়েছে। জরিপে জমি ও বাড়িঘর সঠিকভাবে রেকর্ড করে নিতে মালিকপক্ষ সার্ভেয়ারের দাঁড়স্থ হোন। তাদের দাঁড়স্থ হওয়া সেবাগ্রহীতাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ বাণিজ্য ও হয়রানি করে আসছিল অবরুদ্ধ কর্মকর্তারাসহ তাদের বেশ কয়েকজন সহকর্মী। অভিযোগকারীরা জানান, কোনো জমির কাগজপত্র ঠিক থাকলেও কর্মকর্তারা ‘সমস্যা’ দেখিয়ে টাকা দাবি করতেন। অভিযুক্তদের বিরুদ্ধে আরও অভিযোগ জানাতে স্থানীয় একটি মসজিদ থেকে মাইকিং করে ভুক্তভোগীদের ডাকা হয়। এরপর অনেকেই ঘটনাস্থলে এসে তাদের অভিযোগ জানান। শাহজালাল নামের এক ভুক্তভোগী বলেন, আমার সব কাগজপত্র সঠিক থাকা সত্ত্বে¡ও আমার কাছে ৮০ হাজার টাকা দাবি করেছিল। একপর্যায়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে ৩০ হাজারে কাজ করিয়েছি। বৈষম্যবিরোধী এ বিষয়ে ডিজিটাল ভূমি জরিপের ঢাকা জোনের প্রধান মাহমুদ জামান জানান, আমি ঘটনাটি শুনেছি, এরইমধ্যে আমাদের লোক পাঠানো হয়েছে। ছাত্ররা দুইজনকে থানায় নিয়ে গেছে। তাদেরকে আটক করা হয়নি। তবে এ বিষয়ে কোনো ভূক্তভোগী অভিযোগও করেননি। অভিযুক্তরা দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ছাত্ররা দুইজনকে আটক করে আমাদের কাছে দিয়েছে। এ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।