ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

তাড়াইলে কৃষকদের নামে করা মামলা প্রত্যাহারের দাবি

তাড়াইলে কৃষকদের নামে করা মামলা প্রত্যাহারের দাবি

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা জাওয়ার মৎস্যজীবী সমবায় সমিতির সম্পাদক গোবিন্দ বর্মন কর্তৃক কৃষকদের নামে করা মামলাকে মিথ্যা আখ্যায়িত প্রত্যাহারের দাবিতে মাখরান বিলপাড়ের এলাকাবাসী মানববন্ধন করেছে। জানা যায়, গতকাল বুধবার দুপুর ১২টায় জাওয়ার ইউনিয়নের মাখরান বিলপাড়ের পাঁচ শতাধিক কৃষক মামলা প্রত্যাহারের দাবিতে বিলপাড়ে মানববন্ধন করে।

প্রশাসন ও এলাকাবাসী সূত্র জানায়, জাওয়ার ইউনিয়নের বিলাসীপাড়া, চং জাওয়ার, বিড়ি জাওয়ার ও ইছাপশর মৌজায় বিস্তৃত ১৮৩ একরের জলমহাল মাখরান বিল। মানববন্ধনে বক্তারা বলেন, বর্ষা মৌসুমে যখন ইজারাকৃত জলাশয় সংলগ্ন প্লাবনভূমির সঙ্গে প্লাবিত হয়ে একক জলাশয়ে রূপ নেয়, তখন ইজারাদারের মৎস্য আহরণ অধিকার কেবল ইজারাকৃত জলাশয়ের সীমানার ভিতর সীমাবদ্ধ থাকবে।

কিন্তু জাওয়ার মৎস্যজীবী সমবায় সমিতির লোকজন ২০০৯ সালের মৎস্য আইন নীতিমালালঙ্ঘন করে বিলের শ্রেণি পরিবর্তন করে কয়েকটি বাঁধ নির্মাণ করে জলবদ্ধতা সৃষ্টি করে রেখেছে এবং বিলের মধ্যে বিভিন্ন খাদ সৃষ্টি করে লাখণ্ডলাখ টাকার মাটি বিক্রি করছে। এলাকার সাধারণ মানুষ বর্ষার সময়ও তাদের নিজস্ব জমিতে মাছ ধরতে পারে না। এলাকার কৃষকরা এসব অন্যায়ের প্রতিবাদ করার কারণে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কৃষকরা বলেন, আমাদের নামে অন্যায়ভাবে করা মিথ্যা মামলা প্রত্যাহার করা হউক। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলার জাওয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাকুল ইসলাম অংকুর, জাওয়ার উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক সিদ্দীকুর রহমান,

জাওয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ খান, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর মুহাম্মাদ, মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মাস্টার, বিশিষ্ট সমাজসেবক আবু তাহের মরাজ প্রমুখ।

জাওয়ার মৎস্যজীবি সমবায় সমিতির সম্পাদক গোবিন্দ বর্মন বলেন, তারা বিল পাড়ের বাসিন্দা। তাদেরকে বিলে শরীক না রাখার কারণে বিলে আমাদের ফিসিং করতে দিচ্ছে না। আমি তাদেরকে শরীক রাখার কথা অস্বীকার করলে তারা লাখ লাখ টাকার বিলের মাছ লুট করে নিয়ে যায় এবং আমাদের প্রাণনাশের হুমকি দেয়।

তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান জানান, জাওয়ার মৎস্যজীবি সমবায় সমিতির সম্পাদক গোবিন্দ বর্মন মাখরান বিলপাড়ের ২৯ জনকে আসামি করে চলতি বছরের ২৯ মে মামলা করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত