ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

লাকড়ির জন্য নদে নেমেছিলেন ছয় নারী, দুইজনের মৃত্যু

লাকড়ির জন্য নদে নেমেছিলেন ছয় নারী, দুইজনের মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় বানার নদে ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় তাদের অন্য এক নারী মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

উপজেলার খিরাটি দক্ষিণপাড়া গ্রামের নায়েবের বাড়ি এলাকায় গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের আছিম উদ্দিনের স্ত্রী বিলকিস আক্তার (৪৫) এবং রফিকুল ইসলামের স্ত্রী লিপি আক্তার (৪০)। আহত হয়েছেন দিনা আক্তার (২৩)।

স্থানীয়রা জানান, গতকাল সকালে বাড়ির পাশের ধসে যাওয়া সড়কের ২০ গজ দূরের অংশে কচুরিপানা জমে ছিল। এই কচুরিপানা সরিয়ে রান্নার লাকড়ির জন্য সেখানে থাকা ছোট ছোট গাছপালা সংগ্রহ করতে চেয়েছিলেন তারা। তাই কচুরিপানা সরিয়ে নদের দিকে ঠেলে দিতে ৬ জন নারী নিচে নামেন। এক পর্যায়ে ধসে যাওয়া অংশের খানিকটা দূরে তারা সবাই পানিতে ডুবে যেতে শুরু করেন। তাদের মধ্যে থেকে একজন পাড়ে উঠতে পারলেও বাকি তিনজন উঠতে পারেননি। স্থানীয় লোকজনের তৎপরতায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিপি আক্তারের মৃত্যু হয়। অন্যদিকে, বিলকিস বেগম নিখোঁজ হন।

খবর পেয়ে স্থানীয় কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ বিলকিস বেগমের সন্ধানে কাজ শুরু করে। দীর্ঘ তল্লাশির পর বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে বিলকিস বেগমের লাশ উদ্ধার করা হয়। এর আগে বেলা সাড়ে ১১টায় সনমানিয়া- ঘাগটিয়া সংযোগ সেতুর নীচ থেকে লিপি আক্তারের লাশ উদ্ধার হয়েছিল।

কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার রবিউল ইসলাম এবং কাপাসিয়া থানার ওসি আব্দুর রব জানান, দুই নারীর লাশ উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত