
পাবনার সাঁথিয়া উপজেলার জনতা ব্যাংক বনগ্রাম শাখার প্রিন্সিপাল অফিসার হেমায়েত করিমের বিরুদ্ধে গ্রাহকের সাড়ে ৯ কোটি টাকা তছরুপের ঘটনায় ব্যাংকটি শাখা ব্যবস্থাপক ফরিদুর রহমানের করা মামলায় তাকে গ্রেপ্তার করেছে আতাইকুলা থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত হেমায়েত করিমকে সাময়িক বহিষ্কার করেছে ব্যাংক কর্তৃপক্ষ। জানা যায়, জনতা ব্যাংক বনগ্রাম শাখার প্রিন্সিপাল অফিসার হেমায়েত করিম দীর্ঘদিন ধরে কৌশলে গ্রাহকদের সাড়ে ৯ কোটি টাকা ব্যাংক হিসাবে জমা না করে আত্মসাৎ করে।
গত বুধবার ব্যাংকের এক গ্রাহক টাকা তুলতে আসলে তার একাউন্টে জমাকৃত টাকা পাওয়া না যাওয়ায় জনতা ব্যাংক পাবনা শাখায় অবহিত করেন। ভুক্তভোগী নারী গ্রাহকের অভিযোগের ভিত্তিতে জনতা ব্যাংক পাবনা শাখার কর্মকর্তাদের তদন্ত প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ায় হেমায়েত করিমকে আতাইকুলা থানায় হস্তান্তর করে ব্যাংক কর্তৃপক্ষ।