
ঢাকার সাভারে বাসায় ফেরার পথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মিঠু বিশ্বাসকে (৩৫) গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। গত শনিবার রাতে রাজধানীর তেজগাঁও থানার তেজকুনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মিঠু বিশ্বাসসহ তিনজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
গ্রেপ্তার মিঠু বিশ্বাস সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার বাসিন্দা। মামলার অন্য দুই আসামি হলো একই এলাকার সোহেল রোজারিও (৩৭) এবং বিপ্লব রোজারিও (৪০)।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় সাভারে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানো শেষে বিরুলিয়া নিজ বাসায় ফিরছিলেন ভুক্তভোগী তরুণী। বাসায় ফিরে তিনি দেখেন তার মা বাসায় তালা দিয়ে পাশের এক চা-দোকানির কাছে চাবি রেখে গেছেন। পরে চা-দোকানির কাছ থেকে চাবি নিয়ে বাসায় ফেরার পথে সোহেল রোজারিও মতাল অবস্থায় ভুক্তভোগী তরুণীকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। কিছু দূর যাওয়ার পর সোহেলের সঙ্গে মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিওর দেখা হয়। এরপর তারা তিনজন মিলে ওই শিক্ষার্থীকে অনুসরণ করতে থাকেন। পরবর্তীতে তারা ভুক্তভোগী তরুণীকে জোরজবরদস্তি ও ভয়ভীতি দেখিয়ে সোহেল রোজারিও-এর বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং বিষয়টি কাওকে জানালে ভুক্তভোগীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে ভুক্তভোগী তরুণী গত বৃহস্পতিবার রাতে মিঠু বিশ্বাসসহ তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। গত শনিবার দিবাগত মধ্যরাতে রাজধানীর তেজগাঁও থানার তেজকুনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মিঠু বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মামলার অন্য আসামিদের ধরতে একাধিক স্থানে অভিযান চলছে বলে জানান তিনি।