ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

১৪৩ স্মার্টফোন ও আট লক্ষাধিক টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার তিন

১৪৩ স্মার্টফোন ও আট লক্ষাধিক টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার তিন

ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড় সংলগ্ন অলকা নদী বাংলা মার্কেটের মোবাইল চুরির ঘটনায় রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গত ১৮ জুন রাতে সংঘটিত হয় এ সাহসিক চুরির ঘটনা, যেখানে চোরের দল একটি মোবাইল শোরুমের তালা কেটে ১৪৩টি স্মার্টফোন ও নগদ ৮ লক্ষাধিক টাকা লুট করে নেয়। চুরি যাওয়া মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ লাখ টাকা।

ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ সুপার, ময়মনসিংহ-এর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ)-এর দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ (ডিবি), ময়মনসিংহ-এর নেতৃত্বে একটি বিশেষ গোয়েন্দা টিম তদন্তে নামে।

চলমান তদন্ত ও ধারাবাহিক অভিযানে গত ১২ অক্টোবর কুমিল্লা জেলার বিভিন্ন স্থান থেকে চক্রের মূলহোতাসহ তিন সদস্যকে গ্রেপ্তার করে ডিবি। গ্রেপ্তাররা হলেন- বাদশা চৌধুরী (২৬) চট্টগ্রামের বাকুলিয়া থানার বাসিন্দা, বর্তমানে দাউদকান্দির দক্ষিণ পেন্নাই এলাকায় ভাড়াটিয়া। শাহিন (২৫) কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার ঘোড়া ময়দান এলাকার বাসিন্দা ও আবুল খায়ের (২৭) কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দীঘির পাড় গ্রামের বাসিন্দা, বর্তমানে দাউদকান্দিতে বসাবাসকারী।

আদালতের নির্দেশে পুলিশি হেফাজতে নেওয়া হলে মূল আসামি বাদশা চৌধুরী জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে এবং ১৬৪ ধারায় আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। সে জানায়, কীভাবে পরিকল্পিতভাবে এই বড় মাপের চুরির ঘটনা তারা সংঘটিত করেছে এবং তাদের ব্যবহৃত কৌশলসমূহ। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, চক্রটির অন্যান্য সদস্য ও চুরি হওয়া আলামত উদ্ধারে অভিযান এখনও চলমান রয়েছে। খুব শিগগিরই পুরো চক্রটিকে আইনের আওতায় আনার আশাবাদ ব্যক্ত করেছে তিনি ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত