
খুলনার কয়রায় খুচরা সার বিক্রেতাদের ডিলারশিপ বহালের দাবি জানিয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের ব্যানারে গতকাল সোমবার দুপুর ১টায় উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকীর কাছে স্মারকলিপি জমা দেন কয়রায় ৭টি ইউনিয়নের ৬৩ জন খুচরা সার ডিলার। এ সব ডিলাররা জানিয়েছেন সম্প্রতি সরকারের কৃষি উপদেষ্টার একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জানতে পারে সারা দেশে লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হবে এবং দেশে খুচরা সার বিক্রেতা বলে কোনো মহলকে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে না। এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশের ৪৪ হাজার খুচরা ডিলার বিপর্যয়ের মুখে পড়বে, কর্মসংস্থান হারাবে ও পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকা অনিশ্চিত হবে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে দেশের খুচরা ডিলারের মাধ্যমে ৫ কোটি কৃষক ভোগান্তি ছাড়া সার পেয়ে সারা বছর ফসল উৎপাদন করছে। খুচরা বিক্রেতারা লাখ লাখ টাকা মূল্যের সার কৃষকের বকেয়া দিয়ে সহযোগিতা করছে। লাইসেন্স বাতিল করা হলে ডিলার ও তাদের পরিবারসহ দেশের ৫ কোটি কৃষক সরাসরি সুবিধাভোগী ও সেবাগ্রহীতারা আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। তাদের জোর দাবি আইডি কার্ডধারীদের বলবৎ ও চলমান রেখে আগামী ২৫ অক্টোবরের মধ্যে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের টিও নিবন্ধন দিতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করতে কৃষি মন্ত্রণালয়ে উপদেষ্টা ও সচিবের কাছে ইউএনওর মাধ্যমে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয় অবশ্যই যৌক্তিক ও ন্যায্য দাবি বিবেচনা করে সারা দেশে খুচরা সার ডিলারের কার্যক্রম অব্যাহত রাখবেন এমন আশাবাদ ব্যক্ত করেন উপজেলা খুচরা সার ডিলার সমিতির সভাপতি মো. মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলহাজ ওমর আলী।