
পটুয়াখালীর দশমিনায় সাড়ে ৫০০ দুস্থ অসহায় নারীর মধ্যে তিন মাসে ৯০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন কার্যালয়ে এ ভিজিডির চাল বিতরণ করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার দশমিনা-৮০০ জন, আলীপুরা-৫৯৫ জন, রনগোপালদী-৫১৫ জন, বহরমপুর-৫৫০ জন, বাঁশবাড়িয়া-৫৫০ জন, বেতাগী সানকিপুর-৬০৫ জন ও চরবোরহান-২৫৭ জন সুবিধাভোগী দুস্থ অসহায় পরিবারের মধ্যে ভিজিডির চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তবে চলতি বছর উপজেলায় ভিজিডির চাল বিতরণ শুরু হয়েছে বাঁশবাড়িয়া ইউনিয়ন থেকে। এ সময় উপস্থিত ছিলেন- বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ট্রাক অফিসার মো. সবুজ হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদেরসহ জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে দুই বছর মেয়াদি এ প্রকল্পে আমার ইউনিয়নে সাড়ে পাঁচ শতাধিক দুস্থ অসহায় নারীদের মধ্যে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ৯০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।