
ঠাকুরগাঁওয়ে বিদেশ ফেরত অভিবাসীদের পুনঃএকত্রীকরণ ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে গবাদিপশু পালনের ওপর প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রাণিসম্পদ দপ্তর সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ আয়োজনটি প্রবাসী কল্যাণ সেন্টার ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজাহার আহমেদ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, নাগরিক কমিটির আহ্বায়ক ও সমাজ সেবক এম রাজিউল ফারুক রমেল চৌধুরী এবং প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আতাউর রহমানসহ অন্যান্যরা।
আলোচনায় বক্তারা বিদেশ ফেরত অভিবাসীদের কর্মসংস্থানের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে কথা বলেন। অভিবাসীরা তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা ও বর্তমান সমস্যাগুলো তুলে ধরেন। তারা দেশে ফিরে গবাদিপশু পালনসহ বিভিন্ন আত্মকর্মসংস্থানের উদ্যোগ গ্রহণে আগ্রহ প্রকাশ করেন।