
নীলফামারী সদরে চলতি ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুম উপলক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এক আলোচনা সভার মাধ্যমে এই উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশফেকুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা বকুল ইসলামসহ আরও অনেকে।
এই প্রণোদনার আওতায় সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষকদের মধ্যে বসতবাড়িতে চাষযোগ্য শাকসবজি, মাঠে চাষযোগ্য শীতকালীন সবজি ও সরিষা চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও সার বিতরণ করা হয়।