
ভোলার বোরহানউদ্দিনে ইসলামী ছাত্রশিবির নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকাল ৩টায় বোরহানউদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট ও লালদিঘীর মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। আহত রোমান বোরহানউদ্দিন পৌরসভার ৭নং ওয়ার্ডের মো. সোহাগের ছেলে। রোমান জানান, তারা আমাকে ডেকে বলে, তুই নেতাগিরি করস! এই বলে বুকে এলোপাতাড়ি ঘুষি মারে এবং প্লাস্টিকের পাইপ দিয়ে পায়ে উপর্যুপরি আঘাত করতে থাকে। আমি মাটিতে পড়ে গেলে তারা আমাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করে। উপজেলা শিবির সভাপতি মইন বিন সাইফুল্লাহ জানান, রোমানকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছি। পরবর্তীতে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামী আমির বলেন, ৫ আগস্টের পর রাজনৈতিকভাবে সব দলের মধ্যে সহাবস্থান চলছে। সবাই নিজ নিজ কর্মসূচি পালন করছে। হঠাৎ করে কারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই হামলা চালিয়েছে আমরা জানি না। প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। বোরহানউদ্দিন উপজেলা পূর্ব শাখা ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, এই কাপুরুষোচিত হামলা কেবল একজন তরুণ সংগঠকের ওপর নয়- এটি দেশের শান্তিপ্রিয় শিক্ষার্থী সমাজের ওপর আঘাত।