
বরগুনার পাথরঘাটায় যৌথবাহিনীর অভিযানে এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোলচত্ত্বর এলাকায় এ অভিযান চালানো হয়। লেফটেন্যান্ট কমান্ডার বায়েজিদ হোসেন (এস) বিএনের নেতৃত্বে কোস্ট গার্ডের ১১ সদস্যের একটি দল ও পাথরঘাটা থানা পুলিশের যৌথ টিম চেকপোস্ট স্থাপন করে। এ সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে একটি চাইনিজ স্টিক, ইয়াবা সেবনের সরঞ্জাম ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার বায়েজিদ (২৮) বরগুনার পাথরঘাটা উপজেলার মঠেরখাল গ্রামের গোলাম মোস্তফার ছেলে। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদক ও সন্ত্রাসী কার্যক্রমসহ ছয়টি মামলা রয়েছে। পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।