ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক

ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক

কক্সবাজার শহরের ছিনতাইকারী চক্রের দুর্ধর্ষ দুই সদস্যকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। ওই সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মিশুক গাড়ি জব্দ করা হয়েছে। গতকাল কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে একদল ছিনতাইকারীচক্র কক্সবাজার শহরের পানবাজার সড়ক এলাকায় ঘুরাঘুরি করছিল। ওই সময় স্থানীয় জনতা ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক করে।

আটকরা হলেন- খুরুশকুল মামুন পাড়া এলাকার আবদুল মজিদের ছেলে জিহাদুল আলম, কক্সবাজার পৌরসভার বাগান পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে নুর মোহাম্মদ প্রকাশ কালু।

পুলিশ কর্মকর্তা ইলিয়াস খান বলেন, আটককৃত দুইজনই কক্সবাজার শহরের দুর্ধর্ষ অপরাধী। তারা সুযোগ নিয়ে কক্সবাজার শহরের অলিগলিতে ছিনতাইসহ অপরাধ সংগঠিত করেন।

তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ কর্মকর্তা ওসি ইলিয়াস খান আরও বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত